ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

রাজনীতি

শায়েস্তাগঞ্জ উপজেলা আ.লীগ নেতা বুলবুল কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, এপ্রিল ১৫, ২০২৫
শায়েস্তাগঞ্জ উপজেলা আ.লীগ নেতা বুলবুল কারাগারে গ্রেপ্তার বুলবুল খান

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল খানকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে আদালতে সোপর্দ করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার বুলবুল শায়েস্তাগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতা ও নিশাপট গ্রামের প্রয়াত সুরত খানের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ থানায় দায়ের করা মামলার আসামি বুলবুল খান।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, বুলবুল খানকে মঙ্গলবার ভোরের দিকে শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ