ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে আ.লীগ নেত্রী নাজমা কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
সিলেটে আ.লীগ নেত্রী নাজমা কারাগারে নাজমা আক্তার নাজু ওরফে নাজমা খান আরজু

সিলেট মহানগর মহিলা লীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি নাজমা আক্তার নাজু ওরফে নাজমা খান আরজুকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর সদস্যরা।  

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

সোমবার (১৪ এপ্রিল) ভোরের দিকে সিলেট নগরের বালুচরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর দায়ের করা একাধিক হত্যাচেষ্টা ও নাশকতা মামলা রয়েছে।

গ্রেপ্তার নাজমা সিলেট সদর উপজেলার জালালাবদ থানাধীন জাহাঙ্গীরনগর এলাকার বাসিন্দা।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

বিজ্ঞপ্তিটি থেকে জানা যায়, সিলেট নগরের বিভিন্ন থানায় দায়ের করা তিনটি মামলার এজাহারভুক্ত আসামি নাজমা খান আরজু। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গ্রেপ্তার নাজমাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।