ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

‘গণতন্ত্র-অর্থনৈতিক উন্নয়নের জন্য বিএনপির সৃষ্টি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
‘গণতন্ত্র-অর্থনৈতিক উন্নয়নের জন্য বিএনপির সৃষ্টি’ কথা বলছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

ঢাকা: বিএনপি গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

বুধবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বিনিয়োগ সম্মেলন’ থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।



এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির রাজনীতিইতো হচ্ছে বিনিয়োগের রাজনীতি। এই যে বাংলাদেশে আজকে গার্মেন্টশিল্প দেখতে পাচ্ছেন, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে প্রবৃদ্ধি যেটা হচ্ছে আমাদের পলিসির কারণে হয়েছে।

বিএনপি শাসনামলের উচ্চপ্রবৃদ্ধি হয়েছে উল্লেখ করে বিএনপির ওই সিনিয়র নেতা বলেন, বিএনপি ক্ষমতা ছাড়ে আজ থেকে ২১ বছর আগে, ৭ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি তখন বাংলাদেশে। সেই ধারা অব্যাহত থাকলে আজকে বাংলাদেশে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হওয়ার কথা কিন্তু বিগত দিনগুলোতে দেখি যে এটা নষ্ট করে দেওয়া হয়েছে।  

বিনিয়োগ সম্মেলনে দেওয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে আমীর খসরু বলেন, একজন বক্তা ওখানে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সুতরাং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে।  

তিনি আরও বলেন, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে এবং অবশ্যই সেটা একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। সেখানেই কিন্তু বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স। তারা চাই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক সেখানে তারা বিশ্বাস বেশি পায়।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।