ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজধানীতে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৫, এপ্রিল ৯, ২০২৫
রাজধানীতে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার মারুফ হোসেন সিফাত, মহর হোসেন দেওয়ান ও বোরহানউদ্দিন রাসেল

বৈষম্যবিরোধী আন্দোলন দমনসহ বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার দক্ষিণখান, উত্তরখান ও বাংলামোটর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), উত্তরখান থানা যুবলীগের নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।  

ডিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সিফাতকে গ্রেপ্তার করে ডিবির উত্তরা বিভাগের একটি চৌকস দল। গ্রেপ্তার সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, ডিবির উত্তরা বিভাগের আরেকটি চৌকস দল উত্তরখানের দেওয়ানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দেওয়ানকে গ্রেপ্তার করে। দেওয়ানের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, বাংলামোটর এলাকায় আরেকটি অভিযানে দুষ্কৃতির সঙ্গে জড়িত রাসেলকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগের একটি দল। রাসেলের দলীয় পদবি না থাকলেও ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান সাঈদের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি এবং মিছিল মিটিং করতো এবং বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত ছিল মর্মে জানা যায়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।