ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি আর নেই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি আর নেই 

নওগাঁ: নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বি বকু মারা গেছেন।  

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে
ঢাকায় মেয়ের বাড়িতে তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।  

তিনি চার মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলার আইনজীবী, আইনজীবীর সহকারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক জানিয়েছেন।

জানা গেছে, ১৯৩৮ সালের ১ অক্টোবরে বগুড়া জেলার আদমদিঘী থানার হালালিয়া ছাতনী গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন এ কে এম ফজলে রাব্বি বকু। তিনি ১৯৫২ সালে এসএসসি, ১৯৫৬ সালে এইচএসসি ও ১৯৬২ সালে বিএ পাস করেন। এরপর ১৯৬৬ সালে এলএলবি পড়া শেষ করে কর্মজীবন শুরু করেন। পরে নওগাঁ শহরের চকদেব পাড়া মহল্লায় বসবাস শুরু করেন। ২০১৭ ও ২০২২ সালে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। মোট তিনবার জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও নওগাঁর ঐতিহ্যবাহী অন্বেষা নিশান ক্লাবের উপদেষ্টা ও ঝটিকা ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে ঢাকায় মেয়ের বাড়িতে ছিলেন তিনি।

অ্যাডভোকেট ফজলে রাব্বি বকুর ব্যক্তিগত সহকারী শাহেদুজ্জামান সুইট বলেন, মরহুমের প্রথম নামাজে জানাজা ঢাকায় রাত সাড়ে ১০টায় হয়েছে। এরপর দ্বিতীয় নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এবং তৃতীয় নামাজে জানাজা মরহুমের গ্রামের বাড়ি বগুড়া জেলার আদমদিঘী থানার হালালিয়া ছাতনী গ্রামে হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।