গাইবান্ধা: গাইবান্ধায় ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা খান মো. সাঈদ হোসেন জসিম (৪০) ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাক আহমেদ রঞ্জু (৪৮) গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের পুরাতন বাজার এলাকার অ্যাকোস্টেট পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
খান মো. সাঈদ হোসেন জসিম জেলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মোস্তাক আহমেদ রঞ্জু জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক।
সাঈদ হোসেন জসিমের বাড়ি পৌর শহরের নতুন বাজার এলাকার মহুরীপাড়ায় ( বিহারি পট্টি) ও মোস্তাক আহমেদ রঞ্জু পৌরশহরের পুরাতন বাজার এলাকার অ্যাকোস্টেট পাড়ার বাসিন্দা।
গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের অ্যাকোস্টেট পাড়াস্থ রঞ্জু বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা রঞ্জুসহ আওয়ামী লীগ নেতা সাঈদ হোসেন জসিমকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার দায়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) আদালতের মাধ্যমে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এএটি