ঢাকা, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
খুলনায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ

খুলনা: খুলনার ফুলতলা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশারকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য হাতবোমাটি তার গায়ে লাগেনি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ফুলতলার খুলনা-যশোর চৌদ্দমাইল এলাকায় এ  ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ইউপি চেয়ারম্যান বাশার চৌদ্দমাইল সুপার জুট মিলের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কের ওপর বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হননি।

ঘটনার পর খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতারা। এতে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে করে আবুল বাশার ফুলতলা বাজার থেকে বেজেরডাঙ্গায় নিজের বাড়ি যাচ্ছিলেন। সুপার জুট মিলের সামনে তাকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। কিন্তু হাতবোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে গেছেন।

এদিকে ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক, ফুলতলা সদর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল বাশারকে হত্যার উদ্দেশ্যে হাতবোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিবৃতিতে নেতারা বলেছেন, পতিত সরকারের দোসররা খুলনাকে অশান্ত করতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। বিএনপি নেতা শেখ আবুল বাশারের ওপর হাতবোমা হামলা তারই অংশ। অবিলম্বে বোম হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নেতারা।

বিবৃতিদাতারা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে স্থানীয় সুপার জুট মিলের সামনে দুর্বৃত্তরা ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক, ফুলতলা সদর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল বাশারকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে এ ঘটনার প্রতিবাদে ফুলতলা সদরে জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে বিএনপি। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন নেতারা।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।