ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, মার্চ ৭, ২০২৫
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কারাগারে রিশাদ হাসান প্রিন্স

যুবদল নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিশাদ হাসান প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (৭ মার্চ) দুপুরে বরগুনা সদর উপজেলার পুরাতন লোহাপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পরে বিকেলে যুবদল নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রিন্সকে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

গ্রেপ্তার প্রিন্স বরগুনা পৌরসভার আমতলা পাড় এলাকার বাসিন্দা।  

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ছাত্রলীগের সাবেক নেতা প্রিন্সকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।