ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

জামিন পেয়ে আরেক মামলায় ফের কারাগারে যশোর আ.লীগের সভাপতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, জানুয়ারি ২৩, ২০২৫
জামিন পেয়ে আরেক মামলায় ফের কারাগারে যশোর আ.লীগের সভাপতি 

যশোর: দুই মামলায় জামিন পেয়েছেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন। তবে আরেকটি মামলায় ফের কারাগারে পাঠানো হয়েছে তাকে।

চাঁদাবাজি, মারপিট, মানহানি এবং হত্যার হুমকির অভিযোগে যশোর কোতোয়ালি থানায় করা দুই মামলায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জামিন পান তিনি।
 
শহিদুল ইসলাম মিলন বৃহস্পতিবার যশোর সদর আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন।
 
পরে আদালত তাকে অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সদর কোর্ট জিআরও খাইরুল ইসলাম।
 
আদালত সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম মিলন ঢাকা কেরানীগঞ্জ কারাগারে একটি মামলায় আটক ছিলেন। যশোরের এ দুই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখাতে যশোর আদালতে আনা হয়।
 
শোন অ্যারেস্ট দেখিয়ে তার জামিনের আবেদন জানান আইনজীবী। বিচারক তার জামিন মঞ্জুর করেন। পরে তাকে আরেক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে সাবেক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মুকুল মামলা করেছিলেন।
 
সে সময় পিপি মোস্তাফিজুর রহমান মুকুল অভিযোগে উল্লেখ করেছিলেন, জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় ভবনের সামনের ফুটপাত ব্যবসাকে কেন্দ্র করে পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে প্রকাশ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ধান্দাবাজ আখ্যা দিয়ে তাকে মারপিট করেন।
 
সে সময় এ নিয়ে বাড়াবাড়ি করলে পিপি মোস্তাফিজুর রহমান মুকুলকে হত্যারও হুমকি দিয়েছিলেন মিলন। এ ঘটনায় গত বছরের ১১ জুন আদালতে মামলা করেছিলেন মুকুল। যা আাদলতের নির্দেশে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়।

মোস্তাফিজুর রহমান মুকুল পরে মারা যান।
  
অন্যদিকে গত বছরের ২৭ জুন যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের আসাদুজ্জামানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া এবং তার বাড়িতে নগদ ১০ লাখ টাকা, স্বর্ণালংকার, গবাদিপশু, ধান ও গম লুটপাটসহ জায়গা দখলের চেষ্টা করেন শহিদুল ইসলাম মিলন। এ ঘটনার দুই মাস পর কোতোয়ালি থানায় মামলা হয়।
 
তবে, এ দুই মামলায় শহিদুল ইসলাম মিলন পলাতক ছিলেন বলে দাবি করত পুলিশ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পর শহিদুল ইসলাম মিলন যশোর ত্যাগ করেন।
 
গত ৩ অক্টোবর রাতে ঢাকা থেকে আটক হন তিনি। যশোরের ওই দুই মামলায় তাকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।