ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সিলেটে সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৫, জানুয়ারি ১৭, ২০২৫
সিলেটে সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার মাসুক আহমদ

সিলেট: সিলেটে বিস্ফোরক মামলার আসামি মাসুক আহমদ (৩০) নামে সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

গ্রেপ্তার মাসুক আহমদ সিলেটের জৈন্তাপুর উপজেলার চাল্লাইন গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

তিনি জৈন্তিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে র‌্যাব-৯ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, সিলেট কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় পলাতক ছিলেন মাসুক আহমদ। বুধবার রাত পৌনে ১২টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ