ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

রাঙামাটিতে ছাত্রশিবিরের নেতৃত্বে শাফি-রবিউল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, জানুয়ারি ৮, ২০২৫
রাঙামাটিতে ছাত্রশিবিরের নেতৃত্বে শাফি-রবিউল শহিদুল ইসলাম শাফি ও মো. রবিউল ইসলাম

রাঙামাটি: রাঙামাটিতে ২০২৫ সেশন অর্থাৎ আগামী এক বছরের জন্য ছাত্রশিবিরের জেলা কমিটি গঠন করা হয়েছে।

জেলা কমিটিতে সভাপতি পদে শহিদুল ইসলাম শাফি এবং সাধারণ সম্পাদক পদে  মো. রবিউল ইসলামকে মনোনীত করা হয়েছে।

 

কমিটির দায়িত্বপ্রাপ্ত এ দুই ছাত্র নেতা দ্রুত সময়ের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবেন।

এদিকে কমিটি গঠনকালে চট্টগ্রাম মহানগর উত্তরের অফিস (আর-ইসরা) মিলনায়তনে ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার সদস্য ও থানার দায়িত্বশীলদের নিয়ে জরুরি দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

সমাবেশে জেলা ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন, শিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক ডা. উসামা রাইয়্যান। তিনি মনোনীত নেতাদের শপথ বাক্য পাঠ করান।

কমিটি গঠনকালে শিবিরের এ কেন্দ্রীয় এ নেতা দায়িত্বশীলদের উদ্দেশে কেন্দ্রীয় সভাপতির নসিহা ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, যেখানে ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।

এরপর নব মনোনীত জেলা সভাপতি শহিদুল ইসলাম শাফি দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সভাপতি নাহিদুল ইসলাম, রাঙামাটি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম, সংগঠনটির জেলার সাবেক সভাপতি শহিদুল্লাহ কায়সারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।