ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

আড়াইহাজারে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, অক্টোবর ১০, ২০২৪
আড়াইহাজারে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সিকদারকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাতে উপজেলার সদর পৌরসভার লাখু পুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল্লাহ সিকদার ওই এলাকার সোহরাব সিকদারের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আব্দুল্লাহর বিরুদ্ধে উপজেলার পাঁচরুখী এলাকার একটি বিস্ফোরক ও লুটপাটের মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।