ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামপুরে দোয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২১, মার্চ ২৬, ২০২৪
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামপুরে দোয়া

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামপুর থানার দোলাইপাড়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে স্থানীয় বিএনপি।

মঙ্গলবার (২৬ মার্চ) শ্যামপুর থানার ৫৪ নং ওয়ার্ড দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

 

ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সাবেক কমিশনার ও থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক পিন্টু চৌধুরী, শামীম রেজা, স্বপন মুন্সি, সাবেক আহ্বায়ক সদস্য মোকসেদ, রকি, আব্দুল, সুমন শেখ, আলমগীর, থানা যুবদল নেতা ওমর ফারুক, ৫৪ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শাহীন শেখ, সাবেক সহ-সভাপতি সুজন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান হোসেন, ৫৪ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহ্বায়ক স্বপন বেপারী, সদস্য সচিব আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাল মিয়া, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান রাব্বিসহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।