ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

অফবিট

পার্কে পড়ে আছে ১৮৬ কেজির সোনার পাত্র!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, ফেব্রুয়ারি ৫, ২০২২
পার্কে পড়ে আছে ১৮৬ কেজির সোনার পাত্র! ...

পার্কে পড়ে আছে ১৮৬ কেজির সোনার একটি পাত্র। তা ও আবার যেমন তেমন নয়, খাঁটি ২৪ ক্যারাট সোনার তৈরি।

কিন্তু এই সোনার পাত্র ছুঁতে পারবে না কেউই। কারণ এটি ছুঁতে গেলেই আপনাকে ধরতে আসবে পার্কেই লুকিয়ে থাকা নিরাপত্তা রক্ষী।

নিউ ইয়র্কের জনপ্রিয় সেন্ট্রাল পার্কে বুধবার সারাদিন ধরেই এই সোনার পাত্রটি পড়ে ছিল। তবে দিন শেষে সেটি সরিয়ে নেওয়া হয়।

দেখে মনে হতেই পারে যে, সোনার পাত্রটি অবহেলিতভাবে পড়ে আছে। এর জন্য নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু লুকিয়ে থাকা প্রহরীদের কড়া নজরে ছিল এই সোনা।

জার্মান শিল্পী নিকোলাস কাস্টেলো এই সোনার ঘনকাকৃতির পাত্রটি তৈরি করেছেন। একটি আসন্ন ক্রিপ্টো মুদ্রা কাস্টেলো কয়েনের জন্য অভিনব প্রচারের পন্থা হিসেবেই এই সোনার পাত্রটি সেন্ট্রাল পার্কে রাখা হয়েছিল।

নিকোলাস বলেন, এর আগে কখনও এত সোনা দিয়ে কোনও বস্তু বানানো হয়নি। আমাদের পৃথিবী অমূল্য এবং অধরা। আর এটাই ছিল আমার এই সৃষ্টির পেছনের মূল ভাবনা।

প্রসঙ্গত, সোনার পাত্রটিতে আট কোটিরও বেশি টাকার সোনা ব্যবহার করা হয়েছে। এই পাত্রটি তিনি কখনও বিক্রি করবেন না বলে জানিয়েছেন।

বাংরাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।