ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

অফবিট

কচুরিপানা খাওয়ার ভিডিও ভাইরাল!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, ফেব্রুয়ারি ১৯, ২০২০
কচুরিপানা খাওয়ার ভিডিও ভাইরাল!

ঢাকা: সম্প্রতি কচুরিপানা সংক্রান্ত এক বক্তব্য নিয়ে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এমনকি সংসদেও এ নিয়ে আলোচনা করেছেন মন্ত্রী-এমপিরা। কথা বলেছেন বিরোধীদলের নেত্রী রওশন এরশাদও। 

এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একব্যক্তির কচুরিপানা ‘খাওয়ার’ ভিডিও।

এ নিয়ে হাস্যরসেরও সৃষ্টি হয়েছে।

অনেকেই বিষয়টিকে ‘অতিরঞ্জিত’ করার কথাও বলেছেন।

আবার কেউ কেউ বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদন দিতেই এই ভিডিও তৈরি করা হয়েছে। এটি সিরিয়াসলি দেখার সুযোগ নেই।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাস্যরস করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘কচুরিপানা নিয়ে কিছু করা যায় কিনা, কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনো মতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন?’ 

এরপরই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তবে ওই অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী কচুরিপানা খেতে নয়, এটি নিয়ে গবেষণা করতে কৃষি গবেষকদের আহ্বান জানান। আর একদিন পর এ নিয়ে সংসদে আলোচনা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।