ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

অফবিট

৮টি প্যান্ট পরে চুরির চেষ্টা, তরুণী আটক!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, নভেম্বর ২৩, ২০১৯
৮টি প্যান্ট পরে চুরির চেষ্টা, তরুণী আটক! ছবি: সংগৃহীত

কাপড়ের দোকানে ‘ট্রায়াল’ দেওয়ার নামে একে একে আটটি প্যান্ট পরে চুরির চেষ্টার দায়ে আটক হয়েছেন এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার আটটি প্যান্ট পরার ভিডিও।

ভিডিওতে দেখা যায়, এক তরুণী তার পরা একাধিক জিনসের প্যান্ট একে একে খুলে ফেলছেন। এক ব্যক্তি এ ঘটনার ভিডিও করছেন ও খুলে ফেলা প্যান্টের সংখ্যা গুনছেন।

 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মেয়েটি ট্রায়াল দেওয়ার নামে এতগুলো প্যান্ট পরে পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীদের হাতে আটক হন।

ঘটনাটি কোথাকার তা পুরোপুরি নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, এটি ভিয়েতনামের কোথাও ঘটেছে।

বর্তমানে রাজনৈতিক সংকটের কারণে দেশটির অবস্থা অস্থিতিশীল হয়ে উঠেছে। সেখানে চুরি-ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধের মাত্রা বেড়ে গেছে অনেকটাই।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।