ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

অফবিট

কানের ভেতর মাকড়সা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, অক্টোবর ২৮, ২০১৭
কানের ভেতর মাকড়সা! কানের ভেতর মাকড়সা

ঢাকা: হুট করে শুরু হওয়া কানের ব্যথা নাম ভুলিয়ে দিতো তার। মনে হতো, কিছু একটা যেনো ঘুরে বেড়াচ্ছে কানের ভেতর। কিন্তু ওটা যে আসলে কি তা কল্পনাও করতে পারেননি লক্ষ্মী।

না পেরে শেষে গেলেন ডাক্তারের কাছে। পরীক্ষা করে ডাক্তার দেখলেন, আট পেয়ে আস্ত এক মাকড়সা বাসা বেঁধেছে ডান কানের গর্তে।

নিজের কানে আস্ত মাকড়সার অস্তিত্ব ধরা পড়ায় হতবিহ্বল হয়ে পড়েন লক্ষ্মী। শেষ তক, অবশ্য ডাক্তাদের উদ্যোগ স্বস্তি দিয়েছে তাকে। কান থেকে মাকড়সা বের করে ফেলার পর এখন মেজাজটাও বেশ ফুরফুরে তার।  

সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে এমন বিস্ময়কর ঘটনার জন্ম হয়। চিকিৎসকরা কানের ভেতর জীবন্ত মাকড়সা বসবাসের এ ঘটনাকে অভাবনীয় বলে আখ্যা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।