আদর করে শিশুটিকে এখন সবাই ডাকে বেবি বিয়ার। ওর মাথায় যে ঝাঁকড়া চুল! তাই এই ডাক।
তিন সন্তানের এই মা বলেন, দোকান-পাট, রাস্তায়-পার্কে যেখানেই যাই সবাই অবাক হয়ে তাকায়। আর তাদের কৌতূহল মেটাতে হয়। ‘এতোটুকু বেবির এতো চুল’!
ওকে এখন দেখতে ছোট্ট ভালুক ছানার মতোই মনে হয়, তাই বেবি বিয়ারই ডাকি, বলেন ব্রিটিশ এই মা।

যেই বেবিটিকে দেখে, ওর চুলে একটু হাত বোলায়। আগে সপ্তাহের বাজার করতে মোটে ৪০ মিনিট লাগতো এখন তাতে লেগে যাচ্ছে ২ ঘণ্টা করে।
সবাই থমকে যায় আর বলে—আরে দেখো বাচ্চাটার চুলগুলো!’ পাশের জন বলবে, আরে তাইতো ওরতো দেখি মাথাভর্তি ঝাঁকড়া চুল!
চিকিৎসকরা বলছেন, তারা এমন চুল আর দেখেননি। যেই দেখছেন সেই বিস্মিত হচ্ছেন।
মা চেলসি নিজেও একসময়ের হেয়ারড্রেসার। সারাক্ষণ ছেলের চুল পরিপাটি করে রাখছেন। আর এখনি ওগুলো কেটে ফেলার কোনো ইচ্ছাও তার নেই।
না...না আমি কাটার কথা ভাবছিই না... দেখবো ওগুলো কতটা বাড়তে পারে!
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
এমএমকে/এএ