ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে জালনোটসহ এক ব্যক্তি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, নভেম্বর ২৭, ২০২২
বরিশালে জালনোটসহ এক ব্যক্তি আটক

বরিশাল: বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের নথুল্লাবাদ এলাকা থেকে জালনোটসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

এর আগে বেলা সোয়া ১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক মো. নজরুল ইসলাম বাবলু (৪৩) ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাঘর ইউনিয়নের নারিকেলবাড়ীয়া এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। তার কাছ থেকে ৬০ হাজার টাকা সমপরিমাণ (১ হাজার টাকার ৬০টি নোট) বাংলাদেশি জাল টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এসএম/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।