ঢাকা, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

সৌদি আরবের জয়ে খাগড়াছড়ির ব্রাজিল শিবিরে মিষ্টি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, নভেম্বর ২৩, ২০২২
সৌদি আরবের জয়ে খাগড়াছড়ির ব্রাজিল শিবিরে মিষ্টি বিতরণ

খাগড়াছড়ি: ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানোর পরে সৌদি আরবের পাশাপাশি ব্রাজিল শিবিরেও যেন আনন্দের ঢেউ বয়ে গেছে। এ নিয়ে খাগড়াছড়িতে জেলা উপজেলার বিভিন্ন স্থানে আর্জেন্টিনা বিরোধীদের মিষ্টি খাইয়ে ও আতশবাজি ফুটিয়ে উচ্ছ্বাস করতে দেখা গেছে।

এদিকে হারের পরে গ্যালারি ও টিভির পর্দায় থাকা কোটি কোটি আর্জেন্টিনা ভক্তদের উচ্ছাসে ভাটা পড়ে। আর উড়ন্ত সৌদি আরবের আনন্দের ঢেউ ছুঁয়েছে ব্রাজিল ভক্তদেরও।

খাগড়াছড়ির দীঘিনালায় সৌদি আরবের জয়ের পর পরেই রাস্তায় নেমে ব্রাজিল সমর্থকরা সৌদির পক্ষে শ্লোগান দেন। এ সময় সড়কে আতশবাজি ফুটিয়ে এবং একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দে মাতেন তারা।

মহালছড়িতেও মিষ্টি বিতরণ ও আতশবাজি ফুটিয়ে উচ্ছ্বাস করতে দেখা গেছে।  সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে পক্ষে বিপক্ষে যুক্তি-তর্ক। পরিচিত আর্জেন্টাইন সমর্থকদের খোঁচাতে ছাড়ছেন না ব্রাজিল সমর্থকরা।

মঙ্গলবার (২২ নভেম্বর) কাতার বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে লুসাইল স্টেডিয়ামে র‌্যাংকিংয়ের তিনে থাকা আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারায় ৫১তম স্থানে থাকা সৌদি আরব। আলবেসিলেস্তেদের বিপক্ষে এটিই প্রথম জয় দলটির।

আগামী রোববার (২৭ নভেম্বর) লুসাইল স্টেডিয়ামে নিজেদের পরবর্তী ম্যাচে মেক্সিকোর মোকাবেলা করবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডিসেম্বরের ১ তারিখ পোল্যান্ডের মুখোমুখি হবে দলটি।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।