ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

নওগাঁয় ধানক্ষেতে পড়েছিল গোয়ালের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, নভেম্বর ২১, ২০২২
নওগাঁয় ধানক্ষেতে পড়েছিল গোয়ালের মরদেহ

নওগাঁ: নওগাঁর মান্দায় ধানক্ষেত থেকে শ্রী বিনয় চন্দ্র মণ্ডল (৬০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছ পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মৈনম ইউনিয়নের মধ্য-দুর্গাপুর গ্রামের বাসারের গভীর নলকূপের পশ্চিম পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শ্রী বিনয় চন্দ্র একই ইউনিয়নের পিরোরি বিলদুধলা গ্রামের মৃত নাটু মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন গোয়াল ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে পাশের গ্ৰামে তফসের নামে এক ব্যাক্তি ঝগড়া-ফ্যাসাদ মীমাংসার জন্য ডেকেছিলেন। সেখানে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ সকালে ওই জমির মালিক ধান কাটতে গেলে সেখানে তার মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরু-এ-আলম সিদ্দিকী বাংলানিউজকে বলেন, স্থানীয়দের মধ্যামে বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।