ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

২ বাইকের সংঘর্ষে বাবা নিহত, আহত ২ ছেলে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, নভেম্বর ১৭, ২০২২
২ বাইকের সংঘর্ষে বাবা নিহত, আহত ২ ছেলে  প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের ট্রাক টার্মিনাল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশিদুল ইসলাম (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার দুই ছেলে সুফিয়ান ও হুজাইফা।

 

বুধবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রাশিদুল ইসলাম ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা।  

স্থানীয়রা জানান, দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন রাশিদুল। পথে ট্রাক টার্মিনালের কাছে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাশেদুল ও তার দুই ছেলে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে রাশেদুলের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।