ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

১০০ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, নভেম্বর ১৪, ২০২২
১০০ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক পিকআপ ভ্যানে ছিল ১০০ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মো. আলমগীর (২১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে, সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে গাঁজাসহ আলমগীরকে আটক করে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

আলমগীর ময়মনসিংহ জেলার তারাকান্দার হড়িয়া গাইবাজার এলাকার আজিজুল মিয়ার ছেলে।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড্রন কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আক্কাস আলী বলেন, পিকআপ ভ্যানের বডির নিচে অভিনব কায়দায় বক্সে ও মাছের ড্রামে করে ১০০ কেজি গাঁজা পাচারকালে তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে আটক ব্যক্তি স্বীকার করেছেন, জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা এনে দেশের বিভিন্নস্থানে বিক্রি করতেন তিনি।

এ ঘটনায় তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।