ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

মায়ের সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, নভেম্বর ১৩, ২০২২
মায়ের সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হেলাল উদ্দিন -ফাইল ছবি

কুমিল্লা: ধান মাড়াতে গিয়ে মায়ের সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম হেলাল উদ্দিন (৩৪), পেশায় গাড়ি চালক।

  রোববার (১৩ নভেম্বর)  সকাল ৯ টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভুবনঘর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, সকালে বাড়ির অদূরে বৈদ্যুতিক মেশিনে ধান মাড়াইয়ে জন্য প্রস্তুতি নিচ্ছিলেন হেলাল। পাশেই তার মা কাজ করছিলেন। এ সময় অসাবধনাতাবশত ধান মাড়ানোর মেশিন থেকে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হলে ছিটকে পড়েন হেলাল। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাবা কামাল হোসেন বলেন, তিন ছেলের মধ্যে হেলাল বড়। তার (হেলাল) দুই ছেলে। তারা আজ এতিম হয়ে গেল।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।