ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, নভেম্বর ১২, ২০২২
নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

নাটোর: নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে মো. আবু সাঈদ (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সরকুতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

সাঈদ ওই গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।  

জানা গেছে, দুপুরে সবার অজান্তে বাড়ি পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সাঈদ। পরে বাড়িতে শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরটি থেকে সাঈদের ভাসমান মরদেহ উদ্ধার করা  হয়।  

নলডাঙ্গার ব্রক্ষ্মপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এসএম আশরাফুজ্জামান মিঠু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।