ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

বুড়িগঙ্গায় কচুরিপানার সঙ্গে ভাসছিল অজ্ঞাত যুবকের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, নভেম্বর ১২, ২০২২
বুড়িগঙ্গায় কচুরিপানার সঙ্গে ভাসছিল অজ্ঞাত যুবকের লাশ ফাইল ছবি

নারায়ণগঞ্জ: বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা নৌ-পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে তারা।

পাগলা নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান সাজু জানান, শনিবার বিকেলে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকায় কচুরিপানার সঙ্গে ভাসছিল অজ্ঞাত পরিচয় ওই যুবকের মরদেহ। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। তবে মরদেহটি বেশ কিছুদিন আগের হওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে। নিহতের পরণে ছিল জিন্সের প্যান্ট ও ফতুয়া। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।