ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

রাজবাড়ী সরকারি কলেজে জাতির পিতার ম্যুরাল উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, নভেম্বর ১২, ২০২২
রাজবাড়ী সরকারি কলেজে জাতির পিতার ম্যুরাল উদ্বোধন

রাজবাড়ী: রাজবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত ম্যুরালটি উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

এ সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর, উপাধ্যক্ষ প্রফেসর ইকরামুল করিম, রাজবাড়ী সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক তালুকদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রফেসর দীপক কুমার কর্মকার, প্রফেসর মুহাম্মদ সরোয়ার মোর্শেদ খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম, ম্যুরাল শিল্পী সুজাউল আবেদীন কিষানসহ অনান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।