ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

হাতিরঝিলে ব্রিজ থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, নভেম্বর ১২, ২০২২
হাতিরঝিলে ব্রিজ থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর হাতিরঝিল মহানগর ব্রিজ সংলগ্ন লেকের পানি থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৪ বছর।

শনিবার (১২ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে লেকের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিল লাল-সাদা চেক শার্ট ও কালো ফুল প্যান্ট।

তিনি বলেন, আশপাশের লোকজনের কাছ থেকে জানা গেছে ওই যুবক সাড়ে ১২টার দিকে লেকের ব্রিজ থেকে পানিতে লাফ দেন। দু’ছেলে তখন এটি দেখতে পেয়ে স্থানীয় সিকিউরিটি গার্ডকে জানান। এরপর তারা থানায় খবর দেন।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।