ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

বরগুনায় ট্রাক্টরের ধাক্কায় এনএসআই কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৮, নভেম্বর ১২, ২০২২
বরগুনায় ট্রাক্টরের ধাক্কায় এনএসআই কর্মকর্তার মৃত্যু আল আমিন

বরগুনা: বরগুনার আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খলিয়ান নামক স্থানে ট্রাক্টরের ধাক্কায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক নিহত হয়েছেন।

শুক্রবার (১১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম- মো.  আল-আমিন (৩৬)।

পুলিশ ও এনএসআই বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ওই কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন ও মাঠকর্মী আবু তাহের একটি মোটরসাইকেলে করে কলাপাড়া থেকে আমতলী যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টর পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আল আমিন।  এ ঘটনায় আহত হন তার সঙ্গে থাকা মাঠকর্মী আবু তাহের (৩৫)।

স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ ও আহতকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পুলিশ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।