ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

পরশুরামে ট্রাকের চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩১, নভেম্বর ৯, ২০২২
পরশুরামে ট্রাকের চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফেনী: পরশুরামে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোজাম্মেল হক (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বক্সাহমুদ সড়কের সততা ব্রিকফিল্ডের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় নির্মাণ শ্রমিক মোজাম্মেল বাইসাইকেল যোগে একই উপজেলার বেকের বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোজাম্মেলের।

নিহত মোজাম্মেল উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর গ্রামের মৃত মৌলভী আমির হোসেনের ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পরশুরাম মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এসএইচডি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।