ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢামেকের সরকারি অ্যাম্বুলেন্স পার্কিংয়ে পড়েছিল অজ্ঞাত নারীর লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, অক্টোবর ২২, ২০২২
ঢামেকের সরকারি অ্যাম্বুলেন্স পার্কিংয়ে পড়েছিল অজ্ঞাত নারীর লাশ

ঢাকা: ঢাকা মেডিকেল হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের ময়দানে  টিনশেড দিয়ে তৈরি সরকারি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের স্থান থেকে অজ্ঞত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।

তিনি জানান, ওই অজ্ঞাত পরিচয় নারীর নাম-ঠিকানা কিছুই জানা যায়নি। তার বয়স হবে আনুমানিক ৫৫ বছর। তিনি ভবঘুরে ছিলেন, যেখানে সেখানে ঘুমিয়ে থাকতেন। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার পরনে ময়লাযুক্ত কাপড় ছিল। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতারের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।