ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাবেক মেয়র তাপসের সহযোগী টুটু গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, আগস্ট ২৬, ২০২৫
সাবেক মেয়র তাপসের সহযোগী টুটু গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটু (৫৩)–কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ২৫ আগস্ট দিবাগত রাতে (২৬ আগস্ট ভোর ১টা ৫০ মিনিটে) বাড্ডা থানা এলাকা থেকে টুটুকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি (ডিএমপি) থানার হত্যা মামলা তদন্তে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটু ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র-জনতার ওপর হামলার বিষয়টি স্বীকার করেছেন।  

তিনি সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি ও আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে জানায় সিআইডি।

সিআইডির কর্মকর্তা জসীম উদ্দিন খান জানান, টুটু সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি ছিলেন। আন্দোলনের দিন তিনি সরাসরি নেতৃত্ব দেন এবং মামলার ভিকটিম আব্দুল্লাহ সিদ্দিক হত্যাকাণ্ডে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, ঘটনার দিন গুলিবিদ্ধ হয়ে ছাত্র আব্দুল্লাহ সিদ্দিক ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আওয়ামীপন্থি সন্ত্রাসীরা তার মৃতদেহ গুমের চেষ্টা করে বলে মামলার এজাহারে উল্লেখ আছে।  

এই ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল বাদী হয়ে আদালতে অভিযোগ করেন। আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলা করা হয়।

এর আগে গত ১৫ মে তাপসের ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দার এবং ১৭ জুন মো. খোরশেদ আলম (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছিল।

মোস্তাফিজুর রহমান টুটু ছিলেন প্রভাবশালী ও ক্ষমতাশালী। মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।

এমএমআই/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।