ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পুলিশের ভ্যান থেকে পালালেন রোহিঙ্গা আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, অক্টোবর ২২, ২০২২
পুলিশের ভ্যান থেকে পালালেন রোহিঙ্গা আসামি

কক্সবাজার: কক্সবাজারে আদালতে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়েছেন এক রোহিঙ্গা আসামি।

শনিবার (২২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, বিকেলে ১২ জন আসামিকে থানা থেকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়। পথিমধ্যে রামু সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এ সময় তালা খুলে পলিথিন দিতে গেলে সেই সুযোগে এক আসামি পালিয়ে যান।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বাংলানিউজকে জানান, তাৎক্ষণিকভাবে পালিয়ে যাওয়া আসামির নাম-পরিচয় জানা যায়নি। তবে তিনি রোহিঙ্গা। তাকে গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। পাশাপাশি প্রিজন ভ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।