ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চিনিসহ দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, অক্টোবর ২২, ২০২২
চিনিসহ দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

লক্ষ্মীপুর: চিনিসহ অন্যান্য দ্রব্যমূল্যের দাম বেশি রাখার দায়ে লক্ষ্মীপুরে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  
 
শনিবার (২২ অক্টোবর) দুপুরে শহরের চক বাজারে ভক্তের গলিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মাহমুদুর রহমান।

এসময় বাজার দরের চেয়ে চিনির দাম বেশি রাখা, দোকানে মূল্য তালিকা না রাখা ও ক্রেতাদের বিক্রির রশিদ না দেওয়ায় মের্সাস হরিনারায়ণ অ্যান্ড সন্স, আল আমিন স্টোর ও মাইন উদ্দিন স্টোরকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদুর রহমান জানান, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন, জেলা কৃষি ও বিপণন কর্মকর্তা মনির হোসেন, বণিক সমিতির ক্রীড়া সম্পাদক এহতেশাম হায়দার বাপ্পী।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।