ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় যুবককে গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৩, জানুয়ারি ৩১, ২০২২
কুমিল্লায় যুবককে গলাকেটে হত্যা ...

কুমিল্লা: কুমিল্লায় নিজ বাসায় গোলাম রাফি সরওয়ার (৩৫) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের নূরপুর চৌমুহনী এলাকার বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাফি নূরপুর এলাকার আনোয়ার হেসেনের ছেলে। তিনি ওই এলাকায় মোবাইল ফোন রিচার্জের ব্যবসা করতেন।

নিহতের মা সৈয়দা আক্তার বলেন, শনিবার আমি নগরীর কাজিপাড়ায় আমার মেয়ের বাসায় বেড়াতে যাই। রোববার অনেকবার কল করেও রাফির কোনো সাড়া পাইনি। পরে রাত সাড়ে ৯টার দিকে বাসায় এসে দেখি ঘরের মধ্যে ছেলের গলাকাটা মরদেহ।

নিহতের ভাই গোলাম রাব্বি সরওয়ার বলেন, আমি সারাদিন দোকানে ছিলাম। কে বা কারা আমার ভাইকে খুন করেছে বলতে পারবো না।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো.আফসান মিয়া জানান, আমার জানা মতে তার কারো সঙ্গে বিরোধে ছিল না। গত প্রায় ৮ মাস আগে স্ত্রীর সঙ্গে রাফির ডিভোর্স হয়ে গেছে। আমরা সুন্দরভাবে সেটি মীমাংসা করে দিয়েছি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সহিদুর রহমান বলেন, খুনের কারণ আমরা এখনো জানতে পারিনি। মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।