ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

শিশুর মাথার খুলি পড়েছিল ডোবায়

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, জানুয়ারি ২০, ২০২২
শিশুর মাথার খুলি পড়েছিল ডোবায় প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডোবা থেকে শিশুর মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় এখনো জানা যায়নি।

 

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে গোলাকান্দাইল ইউনিয়নের মধ্যপাড়া এলাকার একটি ডোবায় অজ্ঞাত শিশুর গলাকাটা মাথার খুলি দেখে স্থানীয় যুবক পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে খুলিটি উদ্ধার করে। তবে শিশুর বাকি অংশ খোঁজে পাওয়া যায়নি। খুলিটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এমআরপি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।