ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

মহাখালী বাস টার্মিনালের পাশে তরুণের মরদেহ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৫, জানুয়ারি ১৬, ২০২২
মহাখালী বাস টার্মিনালের পাশে তরুণের মরদেহ  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মহাখালী বাস টার্মিনাল আউট গেটের সামনে থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১৫ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে তার পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।  

এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর।

তিনি জানান, মহাখালী বাস টার্মিনালে আউট গেটের সামনে থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশেপাশের লোকজনের কাছে জানতে পেরেছি, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নিহতের নাম-ঠিকানা এখনো জানতে পারিনি।  

তিনি আরও বলেন, কোন যানবাহনের চাপায় তিনি নিহত হয়েছেন সেটি বের করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এজেডএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।