ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

পরকীয়ার জেরে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেললেন তিনি!

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, জানুয়ারি ১৪, ২০২২
পরকীয়ার জেরে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেললেন তিনি!

ঘুমন্ত স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেলেছেন এক নারী। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

স্বামীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  

শুক্রবার ভোর রাতে রাজধানীর মোহাম্মদপুরে এ ঘটনা ঘটে। পরকীয়া সন্দেহ থেকে কলহের জেরে ওই নারী এ কাজ করেছেন বলে জানিয়েছে পুলিশ।  

মোহাম্মদপুর থানার এসআই আব্দুর রশিদ সরকার জানান, ভোররাতে এন্টিকাটার দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেন স্ত্রী। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত গৃহবধূকে গ্রেফতার দেখানো হয়।

রশিদ সরকার আরও বলেন, ওই ব্যক্তি দীর্ঘদিন বিদেশে থাকার পর এক বছর আগে দেশে আসেন। দেশে আসার পর তিনি এক নারীর সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়েন। এরপর বিষয়টি তার স্ত্রী জানতে পেরে গভীর রাতে স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করেন। স্বামী-স্ত্রী দু’জনই বর্তমানে গার্মেন্টসে চাকরি করেন। তাদের দু’জনের একটি মেয়ে সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।