ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

টাকা না পেয়ে কুপিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, জানুয়ারি ৯, ২০২২
টাকা না পেয়ে কুপিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন!

ফেনী: ফেনীর সোনাগাজীতে নিজ সন্তানের হাতে খুন হয়েছেন আমেনা বেগম (৫০) নামে এক মা। রোববার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বড় ধলি গ্রামে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক এ ঘটনায়  ছেলে নূর করিম রাসেলকে (২৮) গ্রেফতার করেছে। নিহত আমেনা বেগম ওই গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম রিপন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, রাসেল একজন মানসিক প্রতিবন্ধী ও মাদকাসক্ত। তবে বেশ কিছুদিন সে কিছুটা সুস্থ ছিলো। রোববার সকালে টাকা চেয়ে না পাওয়ায় রাসেল ক্ষিপ্ত হয়ে ঘরের সামনে পড়ে থাকা বটি দিয়ে মা আমেনা বেগমকে কোপ দেয়। এতে তার মাথা ঘাড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ছেলে রাসেলকে গ্রেফতার করা হয়েছে। খুনের ঘটনায় ব্যবহৃত বটি উদ্ধার করা হয়েছে।  

তিনি আরও  জানান, আটককৃত রাসেল মানসিক প্রতিবন্ধী বলে স্বজনরা জানিয়েছে। তাকে থানা হাজতে আটক রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ৯ জানুয়ারি, ২০২২
এসএইচডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।