ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

কালিগঞ্জে সাব সেক্টর কমান্ডার লে. মাহফুজ আলম বেগকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, ডিসেম্বর ১৭, ২০২১
কালিগঞ্জে সাব সেক্টর কমান্ডার লে. মাহফুজ আলম বেগকে সংবর্ধনা

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা লে. (অব.) মাহফুজ্ আলম বেগকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) কালিগঞ্জের পিরোজপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

এসময় সাব সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা লে. (অব.) মাহফুজ্ আলম বেগকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য গোল্ড মেডেল পরিয়ে দেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুলের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি লে. (অব.) মাহফুজ্ আলম বেগ ছাড়াও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পী, মৌতলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদাউস মোড়ল প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে পর্যায়ক্রমে সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মাহফুজ্ আলম বেগকে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা পরিষদ, উপজেলা শিক্ষক সমিতি, কালিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

পরে পিরোজপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মাহফুজ্ আলম বেগ।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।