ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

কেন্দুয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, ডিসেম্বর ২, ২০২১
কেন্দুয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

নেত্রকোনা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় ছোট ভাইয়ের ঘুষিতে কাশেম খান (৭০) নামে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা সর্ম্পকে চাচাতো ভাই।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সকালে উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাশেম ওই গ্রামের বাসিন্দা।  

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, খবর পেয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চাচাতো ভাই সাদেক খানের জায়গায় ধান শুকাতে যান কাশেম খান। এ সময় সেখানে ধান শুকাতে তাকে নিষেধ করেন সাদেক। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কাশেমকে এলোপাথারি ঘুষি মারেন সাদেক। পরে আহতাবস্থায় কাশেমকে পরিবারের লোকজন উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।