ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

কয়েক মিনিটেই ২৫০ হাঁসের মৃত্যু!

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, ডিসেম্বর ২, ২০২১
কয়েক মিনিটেই ২৫০ হাঁসের মৃত্যু!

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় হঠাৎ করে কয়েক মিনিটের মধ্যে একটি খামারে ২৫০ হাঁসের মৃত্যু হয়েছে। মালিকের দাবি পূর্বশত্রুতার জেরে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে।

এতে প্রায় ৪ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার দরগার পাড় এলাকায় রাশেদ ভূঁইয়া নামের এক খামারির খামারে এ ঘটনা ঘটে।

খামারটির খামারি মো. মঞ্জুর বাংলানিউজকে জানান, এক বছর ধরে ছোট বাচ্চা কিনে এনে পালন শুরু করেছে রাশেদ ভূঁইয়া। দুটি শেড বেলজিয়াম ও থাকি ক্যম্বেল প্রজাতির হাঁস ছিল খামারে। দুপুরে হাঁসের খাবার দিতে আসেন মঞ্জুর। তখন জাহাঙ্গীর, ফারুক ও বশিরসহ অজ্ঞাত দুই তিনজন মিলে তার কাছে শেডের চাবি চায়। চাবি না দিলে তাকে মারধর করার এক পর্যায়ে জীবন রক্ষার্থে সে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে এসে দেখে হাঁসগুলো লাফিয়ে লাফিয়ে মারা যায়। কয়েক মিনিটের মধ্যেই হাঁসগুলো মারা গেল।

রাশেদ ভূঁইয়া বাংলানিউজকে বলেন, বুধবার জাহাঙ্গীর, ফারুক ও বশিরসহ আরও কয়েকজন আমার ওপর হামলা করে। এ নিয়ে থানায় একটা জিডি করছি। বৃহস্পতিবার আমার খামারে এসে তারা কেয়ারটেকারকে মারধর করে। পরে তারা বিষ দিয়ে হাঁস মেরে রেখে যায়। এতে আমার প্রায় চার লাখ টাকার হাঁস মারা গেছে। এ নিয়ে আমি থানায় অভিযোগ করবো। তবে থানায় ফোন দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সাভার উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিষয়টি এখনও জানতে পারিনি। খোঁজ নেওয়া হচ্ছে। খামারের মালিক আগে থানায় অভিযোগ করে আমাদের কাছে আসুক। ফরেনসিক রিপোর্ট  পাওয়ার পর বিস্তারিত জানতে পারব।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।