ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

করোনা পরীক্ষার ইউজার ফির অর্থ আত্মসাতে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, নভেম্বর ১৮, ২০২১
করোনা পরীক্ষার ইউজার ফির অর্থ আত্মসাতে দুদকের মামলা

ঢাকা: করোনা পরীক্ষার ইউজার ফির দুই কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগে খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) প্ৰকাশ কুমার দাসের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, করোনা রোগীর পরীক্ষা ও বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার জন্য সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত নির্দেশনা মোতাবেক ইউজার ফি সঠিকভাবে সরকারি কোষাগারে জমা হয়েছে কিনা সে বিষয়ে তদন্তের জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নিয়াজ মোহম্মাদ পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তকালে দেখা যায় প্রকাশ কুমার দাস করোনা পরীক্ষার ইউজার ফি গ্রহণ করেও রেজিস্টার অনুযায়ী ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত মোট চার কোটি ২৪ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা আদায় করেন। এর মধ্যে তিনি এক কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা দেন এবং অবশিষ্ট দুই কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় ঢাকার অনুমোদনক্রমে প্রকাশ কুমারের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুদকের বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।