ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

রেললাইনে ব্যস্ত ফোনে, পরিণতি হলো ভয়ংকর!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, নভেম্বর ১৮, ২০২১
রেললাইনে ব্যস্ত ফোনে, পরিণতি হলো ভয়ংকর!

ঢাকা: রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় মনির হোসেন (৫৩) নামের এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালের দিকে ফরিদ মার্কেট সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

 

নিহত মনির হোসেন পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা শানের টিকিকাটা গ্রামের বাসিন্দা। তিনি উত্তরা আজমপুর এলাকায় থাকতেন। কাজ করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন বলেন, টঙ্গী থেকে কমলাপুরগামী একতা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মনির। তবে ঘটনার সময় তিনি রেললাইনে হেঁটে হেঁটে মোবাইলে কথা বলছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।