ঢাকা, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

ধান কাটতে যাওয়ার পথে ট্রাক উল্টে ২ দিনমজুর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, নভেম্বর ৯, ২০২১
ধান কাটতে যাওয়ার পথে ট্রাক উল্টে 
২ দিনমজুর নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে শাহজাদপুরে ট্রাক উল্টে খাদে পড়ে দুই কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো  ১৫ কৃষি শ্রমিক।

  

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার শাহজাদপুর-জামিরতা আঞ্চলিক সড়কের পারজামিরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন একই উপজেলার পোরজনা ইউনিয়নের বাশুরিয়া গ্রামের তানুক আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ও একই গ্রামের বাবর (৫০)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, জামিরতাসহ আশপাশের এলাকা থেকে অর্ধ শতাধিক কৃষি দিনমজুর ধানা কাটার জন্য ট্রাকে করে রাজশাহী যাচ্ছিলেন। পথে পারজামিরতা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে  ১৭ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে শাহজাদপুর  ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে  ট্রাকটি উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ