ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার ১ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৬, নভেম্বর ৭, ২০২১
চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার ১ 

ঢাকা: নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন চৌমুহনীতে মন্দিরে হামলা ও লুণ্ঠনের ঘটনায় হামলাকারী একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৭ নভেম্বর) রাতে গ্রেফতারের বিষয়টি জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দিরে হামলাকারী একজনকে গ্রেফতার করা হয়েছে। মন্দির থেকে লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।