ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

উত্তরের পর এবার দক্ষিণে ‘মারমেইড কফি’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৬, নভেম্বর ৭, ২০২১
উত্তরের পর এবার দক্ষিণে ‘মারমেইড কফি’

বরিশাল: উত্তরের জেলা নওগাঁর পর দক্ষিণাঞ্চলেও পথচলা শুরু করলো কক্সবাজারের বিশ্ব বিখ্যাত ‘মারমেইড কফি’।

শনিবান (৬ নভেম্বর) বিভাগীয় জেলা বরিশাল নগরীর আগরপুর রোডের মুখে (সরকারি বরিশাল মহিলা কলেজের প্রথম গেট) মারমেইড কফির আউটলেট উদ্বোধন করা হয়।

দৃষ্টিনন্দন কফি শপটি সাজানো হয়েছে থাইল্যান্ডের বিশ্বখ্যাত স্টারবাকস কফি শপের ডিজাইনার মিস্টার বার্নাডকে দিয়ে। কফি প্রেমীদের জন্য প্রতিদিন সকাল ৯টায় খুলে দেওয়া হবে মারমেইড কফি শপের দরজা।

মারমেইড কফির পরিচালক আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, মারমেইড এখন একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। রিসোর্টের মাধ্যমে যার যাত্রা শুরু কক্সবাজারে। কিছুদিনের মধ্যে মারমেইড কফিও মানুষের মুখে মুখে শোনা যাবে। সারাদেশে আমরা মারমেইড কফিকে পরিচিত করবো। গত ২৮ সেপ্টেম্বর নওগাঁয় মারমেইড কফি শপের যাত্রা শুরু হয়। এর মধ্যে ইতিবাচক সাড়াও পাচ্ছি।

কফি যাদের প্রিয়, তাদের জন্য চমক থাকছে মারমেইড কফি শপে। তিন কাপ মারমেইড কফির অর্ডার দিলে ক্রেতারা পাবেন ৩০০ টাকার ভাউচার। আর কক্সবাজার মারমেইড বিচ রিসোর্টে বছরের যেকোনো সময় ব্যবহার করা যাবে এ ভাউচার। এছাড়াও  কফি শপে পাওয়া যাবে ১৫০ টাকার গিফট কার্ড। ক্রেতা এ কার্ড সংগ্রহ করে উপহার হিসেবে প্রিয়জনকে দিতে পারেন। দেশের যে কোনো শাখায় এ কার্ডের বিনিময়ে কফি মিলবে! বলেও যোগ করেন আবু সিদ্দিক।

মারমেইড কফি শপে সিগনেচার কফিগুলোর পাশাপাশি আরও রয়েছে কোল্ড কফি, আইস টি, আজোয়া, ব্রাউনি, মাফিন, স্যান্ডউইচসহ বিভিন্ন হালকা খাবারের আয়োজন। মারমেইড কফি শপে থাকছে বিকাশের মাধ্যমে পেমেন্টের সুবিধা। হটলাইনে ফোন করে এবং ফুডপ্যান্ডায় অর্ডার করলে পৌঁছে যাবে মারমেইড কফি।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।