ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

পরিবহন ধর্মঘট ইস্যুতে সভা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, নভেম্বর ৬, ২০২১
পরিবহন ধর্মঘট ইস্যুতে সভা স্থগিত ছবি: দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চলমান পরিবহন ধর্মঘট ইস্যুতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা স্থগিত করা হয়েছে।

শনিবার (০৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার ৪০ মিনিট আগে সভা স্থগিতের তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।

তিনি বলেন, সন্ধ্যা ৬টার সভা অনিবার্য কারণে হবে না। পরবর্তীতে যেদিন সভা হবে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।  

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও জ্বালানি সচিব ও সংশ্লিষ্টরা উপস্থিত থাকার কথা ছিল।

সভার সংবাদ পরিবেশনের জন্য বিকেল থেকেই সাংবাদিকরা আসতে শুরু করেন।  

এর আগে দুপুরে ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশন নেতারা ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা জানান।

জ্বালানি তেল অর্থাৎ ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর শুক্রবার (০৫ নভেম্বর) থেকে বাস-ট্রাক এবং শনিবার থেকে লঞ্চ ধর্মঘট শুরু হয়।

আরও পড়ুন:
লঞ্চশূন্য সদরঘাটে আটকা হাজারো যাত্রী
কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের নিয়ে আসছে পুলিশ
সুযোগ পেয়ে রিকশার ভাড়া তিনগুণ
গণপরিবহন বন্ধে রাস্তার রাজা সিএনজি-রিকশা
লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এমআইএইচ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।