ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

সাভারের সড়কে চলছে গণপরিবহন!

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, নভেম্বর ৬, ২০২১
সাভারের সড়কে চলছে গণপরিবহন!

সাভার (ঢাকা): সকাল থেকে তেমন পরিবহন না দেখা গেলেও বিকেল গড়াতেই বেড়েছে গণপরিবহন। এছাড়া পোশাক শ্রমিকদের জন্য কারখানা থেকে দেওয়া বাসও চলছে সাভার ও আশুলিয়ার সড়কে।

নেতাদের দেওয়া ধর্মঘট অমান্য করে এমন সিদ্ধান্ত নিয়েছে কিছু কিছু পরিবহন চালক ও মালিকরা।

শনিবার (০৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা ছুটি হওয়ার পরপরই এমন চিত্র দেখা যায়।

স্বাচ্ছন্দ পরিবহনের চালক রাকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুই দিন ধরে আমাদের গাড়ি বন্ধ। আমরা তো অন্য এলাকা থেকে এসে এখানে গাড়ি চালাই। আমাদেরও তো পেটে ভাত দিতে হইবো। নেতারা তো ধর্মঘট ডাকে কিন্তু আইসা তো পেটে ভাত দেয় না।

আশুলিয়া-সৌরভ পরিবহনের কন্ট্রাকটার মিলন বাংলানিউজকে বলেন, কি করবো বলেন। চুয়াডাঙ্গা থেকে আইছি। আমার ড্রাইভার ও হেল্পার নিয়ে তো খেতে হবে। গাড়ি বন্ধ থাকলে পেট বন্ধ। তাই গাড়ি ছাড়ছি এখন।

যাত্রীরা বলছেন, সারাদিন গাড়ি না পেলেও এখন কিছুটা গাড়ি পাওয়া যাচ্ছে। তবে গাড়ির ভাড়া অনেক। যেখানে আগে বাইপাইল থেকে আশুলিয়া যেতাম ২০ টাকা করে এখন চাচ্ছে ৬০ টাকা।

এ বিষয়ে নবীনগর পরিবহন শ্রমিক নেতা জিএম মিন্টু বাংলানিউজকে বলেন, আসলে আমাদের এলাকাটি শ্রমিকদের এলাকা। কারখানা ছুটি হওয়ায় কিছু পরিবহন হয়ত সড়কে ছেড়েছে। তবে আগামী রোববার সিন্ধান্ত হবে আমরা সড়কে পরিবহন চালাবো কি না।

বাংলাদেশ সময়: ১৭৬০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।