ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

ঢাকায় হবে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, নভেম্বর ৬, ২০২১
ঢাকায় হবে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’

ঢাকা: ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শীর্ষক আন্তর্জাতিক সংলাপের উদ্যোগ নিয়েছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। আগামী বছরের ২৮ থেকে ৩০ মে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

শনিবার (০৬ নভেম্বর) সিজিএস থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিজিএস জানায়, আগামীতে প্রতি বছর বে অব বেঙ্গল কনভারসেশনের আয়োজন করা হবে। প্রথমবারের আয়োজনে বিশ্বের ৭০টিরও বেশি দেশের গবেষক, শিক্ষক, লেখক, সমরবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার ২০০ জন ব্যক্তি বক্তব্য রাখবেন। অংশ নেবেন প্রায় ছয় শতাধিক ব্যক্তি।

এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, এ অঞ্চলে দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা ও বোঝা। এরমধ্যে বঙ্গোপসাগর অধ্যুষিত এ অঞ্চল বিশ্বের মনোযোগের কেন্দ্রে রয়েছে। মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলার পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি অন্যদের নজর কাড়তে সক্ষম হয়েছে। এসব অর্জন টেকসই হলে এর সুফল শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না, বাকি বিশ্বও এতে যুক্ত হবে।

অন্যদিকে এ অঞ্চলের নানা দেশে দুর্বল গণতান্ত্রিক পরিস্থিতি, সুশাসনের ঘাটতি, রাষ্টীয় সম্পদের অপব্যবহারের মতো বিষয়গুলো বড় পরিসরে উদ্বেগ তৈরি করছে। এ ধারা অব্যাহত থাকলে তা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনতে পারে। এসব বিষয় নিয়ে এশিয়া এবং বঙ্গোপসাগর অঞ্চলের বাইরের বিশ্বকে ভাবতে হবে। তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য বে অব বেঙ্গল কনভারসেশনের নানা পর্বে আলোচনা-বিতর্কের মধ্য দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান উপস্থাপন করা হবে।

এ বিষয়ে সিজিএসের নির্বাহী পরিচালক এবং বে অব বেঙ্গল কনভারসেশনের চেয়ার জিল্লুর রহমান বলেন, এর মাধ্যমে আমরা একটি কার্যকর বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই । আমরা মনে করি, বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা শ্রেণি-পেশার মানুষের কণ্ঠস্বর এ আয়োজনে উঠে আসবে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, এ ধরনের উদ্যোগ বড় পরিসরে আলোচনা ও বিতর্কের ক্ষেত্র তৈরি করবে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।